প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব মহিউদ্দিন স্যার আল্লাহর জিম্মায়।
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব মহিউদ্দিন স্যার আজ বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও নেতৃত্ব মীরসরাই তথা এই অঞ্চলের শিক্ষার্থীদের প্রজন্মের পর প্রজন্ম উপকৃত করেছে। তিনি ছিলেন একজন দূরদর্শী, নিবেদিতপ্রাণ ও স্নেহশীল শিক্ষক, যিনি শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
আজ রাত ১০টায় চট্টগ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে মিরসরাইয়ের ইছাখালী নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করছে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন—আমিন।
